fbpx

শ্রাবন্তী -এর ‘কোকা কোলা’ খেতে কেন অস্বীকার রোনালদোর!

শ্রাবন্তী

হাঙ্গেরি ম্যাচের আগে একটি সাংবাদিক সম্মেলনে ঠান্ডা পানীয়ের দু’টো বোতল সরিয়ে জলের বোতল তুলে নিয়ে ছিলেন রোনাল্দো। বিপত্তি ঘটে সেখানেই। বিশ্ব বাজারে সেই ঠাণ্ডা পানীয়ের দর নেমে গেল প্রায় ৩৫ হাজার কোটি টাকা। সেই প্রসঙ্গ টেনেই ফের শ্রাবন্তী -এর সঙ্গে রোনালদোর নাম জুড়লেন নেটিজনেরা।

হাঙ্গেরি ম্যাচের আগে একটি সাংবাদিক সম্মেলনে ঠান্ডা পানীয়ের দু’টো বোতল সরিয়ে জলের বোতল তুলে নিয়ে ছিলেন রোনাল্দো। বিপত্তি ঘটে সেখানেই। বিশ্ব বাজারে সেই ঠাণ্ডা পানীয়ের দর নেমে গেল প্রায় ৩৫ হাজার কোটি টাকা। সেই প্রসঙ্গ টেনেই ফের শ্রাবন্তী -এর সঙ্গে রোনালদোর নাম জুড়লেন নেটিজনেরা।

শ্রাবন্তী
কোকাকোলা গানের দৃশ্যে সোহমের জায়গায় রোনালদোর ছবি কেটে বসানো হয়েছে। ছবি: সংগৃহীত

আমির খান তনয়া ইরা খানের ভাইরাল ভিডিও ইন্টারনেটে হিট

 

কিন্তু কেন উঠল শ্রাবন্তী-প্রসঙ্গ?

২০১১ সালে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সোহম চট্টোপাধ্যায়ের ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ ছবিটি বেশ জনপ্রিয় হয়। সঙ্গে জনপ্রিয় হয় সেই ছবির একটি গান, নাম ‘কোকা কোলা’। সেই গানের দৃশ্যে সোহম ও শ্রাবন্তীকে একসঙ্গে নাচতে দেখা যায়। জনৈক নেটিজন প্রযুক্তির সাহায্যে সোহমের আসনে রোনালদোকে বসিয়ে, তাঁর সঙ্গে গানের দু’টি পংক্তি জুড়ে দেন। নেটজুড়ে ছড়িয়ে যাওয়া মিমে দেখা যায় রোনালদো হেসে হেসে শ্রাবন্তীকে বলছেন ‘যতই বল আমায় বোকা ভোলা আরে বোকা ভোলা, খাব না তোর আমি কোকা কোলা’।

বিরাট কোহলি বলিউড সুন্দরীর প্রেমে প্রতারিত!!

নেটিজনদের একাংশ মিমের অর্থ না বুঝে জানতে চেয়েছেন এই মিমটি বানানোর কারণ। তখন অনেকেই সাংবাদিক সম্মেলনের ঘটনাটির উল্লেখ করেছেন। কেউ আবার ‘কোকা কোলা’ গানের আরেকটি পংক্তিকে বিকৃত করে রোনালদোর উদ্দেশ্যে লিখেছেন, ‘রোনালদোর ফিগার বড়োই যে চাচা ছোলা’। কেউ আবার মিমটিকে পছন্দ করে লিখেছেন, ‘ভাই চুমুমার্কা’।

নেটিজনদের একাংশ মিমের অর্থ না বুঝে জানতে চেয়েছেন এই মিমটি বানানোর কারণ। তখন অনেকেই সাংবাদিক সম্মেলনের ঘটনাটির উল্লেখ করেছেন। কেউ আবার ‘কোকা কোলা’ গানের আরেকটি পংক্তিকে বিকৃত করে রোনালদোর উদ্দেশ্যে লিখেছেন, ‘রোনালদোর ফিগার বড়োই যে চাচা ছোলা’। কেউ আবার মিমটিকে পছন্দ করে লিখেছেন, ‘ভাই চুমুমার্কা’।

সুত্র-আনন্দবাজারপত্রিকা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মিথিলা তাহসান
Bangla News

মিথিলা তাহসান -এর নতুন বন্ধুত্ব নিয়ে কি বলছে মিথিলা??

মিথিলা তাহসান একই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ নিয়ে যখন নেটামাধ্যমে সবার কৌতূহলের শেষ নেই, তখনই মিথিলার সাক্ষাৎকার প্রকাশিত হয় কলকাতার আনন্দবাজার পত্রিকায়। প্রিয় পাঠকের জন্য আমরা সেই সাক্ষাৎকারটি তুলে ধরছি। মিথিলা তাহসান প্রশ্ন: প্রায় ৩ মাস হয়ে গেল বাংলাদেশে আটকে, সৃজিতের জন্য মন খারাপ করছে না? মিথিলা: হিসেব মতো বিয়ের পরে আমি আর সৃজিত ৭ থেকে ৮ […]

Read More
পরীমনি
Bangla News

পরীমনি -কে ধর্ষণ চেষ্টায় চার যুবতী!!! বিশ্লেষণে পুলিশ !!

সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ে ধর্ষণ চেষ্টার অভিযুক্তদের পরিচয় প্রকাশ করেছিলেন অভিনেত্রী পরীমনি । তাঁর অভিযোগের ভিত্তিতে বিত্তশালীদের বিনোদন কেন্দ্র ঢাকা বোট ক্লাবের সঙ্গে জড়িত ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ সহ পাঁচজন কে গ্রেফতার করেছে পুলিশ। পরীমনি দাবি করেন, তাঁকে ধর্ষণ ও খুনের চেষ্টা করা হয়েছিল ঢাকা বোট ক্লাবের মধ্যে। এই মামলায় জড়িয়েছে, আরও তিন যুবতী। […]

Read More